Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মদ্যপ নোবেলের দিকে বোতল ছুঁড়লেন দর্শক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩ ১৯:২৯

বিতর্ক পিছু ছাড়ছে না তরুণ সংগীতশিল্পী নোবেলের। এবার কুড়িগ্রামের একটি অনুষ্ঠানের মঞ্চে মদ্যপ অবস্থায় উঠার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ক্ষুব্ধ দর্শক-শ্রোতা তার দিকে জুতা, বোতল ছুঁড়ে মেরেছে বলে জানা গেছে।

অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য রাত ১১টার দিকে মঞ্চে উঠেন নোবেল। প্রথমে তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রাখেন। তারপর তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘দ্বিতীয়বার কুড়িগ্রাম আসলাম। এর আগেও কুড়িগ্রাম এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা হয়নি। এবার দেখা হলো আলহামদুলিল্লাহ।’ এরপর তিনি তাঁর চশমা খুঁজতে থাকেন আর চিৎকার করে বলেন, ‘আমার চশমা কই।’ পরে পাঞ্জাবির কলার থেকে চশমা নিয়ে চোখে দেন এবং একটি গান পরিবেশন করেন।

বিজ্ঞাপন

গান শেষে দর্শকেরা যখন উল্লাস করছিলেন, তখন নোবেল তাদের চুপ থাকতে বলে মাইক্রোফোনের স্ট্যান্ড আছড়াতে থাকেন এবং ভেঙে ফেলেন। এরপর তিনি গান ধরেন ‘কারার ওই লৌহ কপাট’। গানের একপর্যায়ে টলতে টলতে বসে পড়েন নোবেল। এ সময় দর্শকেরা ক্ষেপে গিয়ে পানির বোতল ও জুতা ছুড়তে থাকেন। পরে মঞ্চে থাকা আয়োজকদের কয়েকজন এসে নোবেলকে সরিয়ে নিয়ে যান।

ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত ৯টায় নোবেলের মঞ্চে ওঠার কথা থাকলেও নেশাগ্রস্ত থাকায় ১১টা ২০ মিনিটে গান গাইতে ওঠেন তিনি। একপর্যায়ে তিনি দর্শকদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে দর্শকেরা ক্ষিপ্ত হয়ে পানির বোতল ও জুতা ছোড়েন। পরে আয়োজকদের পক্ষ থেকে তাকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয় এবং তাকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

নোবেল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর