Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতুল কি পারবে চন্দনাকে বিয়ে করতে!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১৪:৪০

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘পান্তা ভাতে ঘি’। এস এ হক অলিকের রচনায় এটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টায়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, মানসী প্রগতি, স্নিগ্ধা, শেলী আহসান, ম আ সালাম, রনি, উপমা, বিধান ও আতাউর রহমান। নাটকের গল্পে দেখা যাবে, রাতুলের মা তার ভাইয়ের মেয়ে নীলাঞ্জনার সঙ্গে রাতুলের বিয়ে ঠিক করে। এটা তার পরিবারের সবাই জানলেও রাতুল জানে না। এদিন হঠাৎ করেই রাতুল ব্যান্ড বাজিয়ে, ঘোড়ার গাড়িতে চেপে বউ নিয়ে বাড়িতে হাজির হয়। মা খুব রেগে যায় তাকে না জানিয়ে অন্য মেয়েকে বিয়ে করে আনায়। নীলাঞ্জনাও কষ্ট পায়। রাতুলের মা যখন রেগে গিয়ে রাতুলকে তাজ্যপুত্র ঘোষনা করতে চায় তখন রাতুল রহস্যের উন্মোচন করে।

বিজ্ঞাপন

রাতুল জানায়, সে এভাবে তার ২৭তম জন্মদিন উদযাপন করে সবাইকে চমকে দেয়ার জন্য এ পন্থা অবলম্বন করেছে। এদিকে চন্দনা রাতুলের বন্ধু। রাতুলের বাড়ির সকলের সঙ্গেই চন্দনার ভালো সম্পর্ক। তবে রাতুল আর চন্দনার সম্পর্ক সাপে-নেউলে। একজন আরেকজনকে বিপদে ফেলতে পারলে মজা পায়। এদিকে রাতুলের মা আর নীলাঞ্জনার বাবা মিলে নীলাঞ্জনার সঙ্গে রাতুলের বিয়ে দেয়ার পরিকল্পনা করে। এ কথা জানতে পেরে চন্দনা দুঃখ পায়। তখনই জানা যায় চন্দনা রাতুলকে ভালোবাসে। কিন্তু রাতুল চন্দনাকে পাত্তা দেয় না। এরপর চন্দনা নীলাঞ্জনাকে রাতুলের বউ হিসেবে সাজিয়ে দিতে চায়। ঘটতে থাকে হাস্য-রসাত্মক নানা নাটকীয় ঘটনা।

সারাবাংলা/এজেডএস

আ খ ম হাসান পান্তা ভাতে ঘি মানসী প্রগতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর