Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদস্যপদ স্থগিত সুচরিতা-রুবেলের, রোববার জায়েদকে নিয়ে সিদ্ধান্ত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ এপ্রিল ২০২৩ ১৪:৫৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৩ ১৪:৫৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সুচরিতা কার্যনির্বাহী সদস্য এবং রুবেল সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারা শপথও নিয়েছিলেন। কিন্তু তাদের সদস্যপদ স্থগিত করেছে কমিটি। অন্যদিকে সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্য পদ স্থগিতের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে যাচ্ছে।

শিল্পী সমিতি তাদের তিন জনকে আলাদা করে চিঠি দিয়েছে। সেখানে বলা হয়, কার্যনির্বাহী কমিটির পর পর তিন মিটিংয়ে অংশ গ্রহণ করেননি এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি সুচরিতা এবং রুবেলকে। পর পর তাদের নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া দেননি। তাই তাদের কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তারের সই করা চিঠিটি ইস্যু হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি।

আরেক চিঠিতে জানা যায়, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুন আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির সংগঠনের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্য পদ স্থগিত করতে যাচ্ছে।

আগামী রবিবার সমিতির নবম কার্যনিবাহী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ আছে।

সারাবাংলা/এজেডএস

জায়েদ খান রুবেল সুচরিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর