হৃদরোগে আক্রান্ত উর্মিলা, সিসিইউতে ভর্তি
২২ মার্চ ২০২৩ ১৮:৫৫ | আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৮:৫৬
ঢাকা: অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী করকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালটির সিসিইউতে রাখা হয়েছে। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, উর্মিলা চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তখন ডাক্তাররা তাকে পর্যবেক্ষণের জন্য ভর্তি করে রেখে দেয়। বর্তমানে সে ভালো আছে। আপনারা তার জন্য দোয়া করবেন।
তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত হাসাপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তিনি সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পরিবার থেকে আরও বলা হয়েছে, ডাক্তার বলেছেন তার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে তিনি বেশি কথা বলতে পারছেন না। সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারেন।
সারাবাংলা/এজেডএস