Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমর বানাবেন রাজ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২৩ ১৭:০২

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সবশেষ বানিয়েছিলেন ‘যদি একদিন’। ২০১৮ সালে ছবিটি মুক্তির ৫ বছর পর নতুন ছবি নির্মাণের কথা জানালেন। ‘ওমর’ নামের ছবিটির শুটিং শুরু করবেন আগামী জুন-জুলাইয়ে।

রাজ সারাবাংলাকে খবরটি নিশ্চিত করে বলেন, কিছু দিন আগে পরিচালক সমিতিতে ছবিটির নাম এন্ট্রি করিয়েছি। বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। এটি লিখছেন সিদ্দিক আহমেদ।

কী ধরনের গল্প বা কারা থাকছেন তার নতুন ছবিতে? এমন প্রশ্নে রাজ শুধু বলেন, গল্প তো সবে মাত্র লেখা শুরু করেছি। আগে লেখা শেষ করি এরপর না হয় কাদেরকে নিয়ে বানাবো তা ঠিক করবো।

তিনি বলেন, এখন সঠিকভাবে সিনেমা বানাতে পারলে কোনো প্রযোজক লোকসান করবেন না। রাজ বললেন, এখন ভালো সিনেমা মাল্টিসেল করা যায়। এরমধ্যে দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ, মোটা অঙ্কে ডিজিটাল ও ওটিটি রাইটস, টিভি রাইটস এবং স্পন্সর এইসব কিছু মিলিয়ে বিনিয়োগ তুলে আনা সহজ।

মাস্টার কমিউনিকেশনসের ব্যানারের ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম।

সারাবাংলা/এজেডএস

ওমর মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর