‘তারাপ্রসন্নের কীর্তি’ যখন ‘লেখক’
৫ মে ২০১৮ ১৬:০১ | আপডেট: ৫ মে ২০১৮ ১৭:০৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তারাপ্রসন্নের কীর্তি’ গল্প থেকে নাটক নির্মাণ করলেস তরুণ নির্মাতা আজাদ আল মামুন। নাটকের নাম ‘লেখক’। মূল গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন মেজবাহ উদ্দীন সুমন। আর নাটকটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও এস এন জনি।
নাটক প্রসঙ্গে নির্মাতা আজাদ আল মামুন জানান, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুলোর অধিকাংশই খুব ভারী বা গাম্ভীর্যপূর্ণ হয়। কিন্তু ‘তারাপ্রসন্নের কীর্তি’ গল্পটি অনেক মজার এবং ভিন্ন আমেজের। গল্পটি এখন যেমন আছে এক যুগ পরেও একই থেকে যাবে।’
নাটকের গল্পে এমন একজন লেখককে দেখানো হবে যিনি কি লিখেন তা তিনি নিজেও জানেন না। এদিকে লেখকের স্ত্রী মনে করেন তার স্বামী খুব ভালো লিখেন। তার লেখার মান উচ্চমার্গীয়। এজন্য সবাই তার স্বামীর লেখা বোঝে না। তার ধারণা তার স্বামী অনেক নাম করবে।
পরিচালক জানান, নাটকটির কিছু ঘটনা রবীন্দ্রনাথের মূল গল্প থেকে কিছুটা আলাদা করা হয়েছে। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে বর্তমান সময়ের প্রেক্ষাপটে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। চিত্রনাট্য বর্তমান প্রেক্ষাপটে তৈরি করায় কস্টিউম এবং সেট বর্তমান সময়ের আদলেই তৈরি করা হয়েছে।
‘লেখক’ প্রসঙ্গে অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘গল্পটি খুব সাধারণ কিন্তু খুবই মজার। নাটকে আমি একজন লেখকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। আমি সাজ-গোজ নিয়ে ব্যস্ত থাকলেও লেখক স্বামীকে নিয়ে ভীষণ গর্ব করি। নাটকটির কাজ করতে গিয়ে বেশ মজা পেয়েছি। ’
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে এটিএন বাংলায় প্রচারিত হবে ‘লেখক’।
সারাবাংলা/টিএস/পিএম