Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারিদিকে হেরফের…সেরের উপর সোয়া সের!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৯

চলতি বছরে চরকি বিভিন্ন ও অনেকরকমের কনটেন্টের পসরা সাজিয়েছে। বছরের শুরুতে মুক্তি পাওয়া সিরিজ ‘গুটি’ ও সিনেমা ‘উনিশ২০’ এরই মধ্যে দর্শকনন্দিত।

আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’, সিন্ডিকেট-এর স্পিন অফ সিরিজ ‘মাই অ্যালেনশেলফ স্বপন’ ও গৌতম কৈরি নির্মিত সিনেমা ‘আন্তঃনগর’ সবই আসবে এই বছরই।

এরই মধ্যে চরকি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে আরেকটি পোস্টার। যেখানে চঞ্চল চৌধুরীসহ অনেক তারকাকে দেখা যাচ্ছে একদম ভিন্ন লুকে। একটু খেয়াল করে দেখলে বোঝা যায় বাশার জর্জিস পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ওভারট্রাম্প’-এর পোস্টার সেটি।

এই সিরিজের প্রত্যেক চরিত্রের ভিন ভিন্ন একটা গল্প আছে, রঙ আছে, ধরন আছে। চঞ্চল চৌধুরীকে পেট কাটা ‘ষ’-এর মিষ্টির দোকানি কিংবা ‘দুই দিনের দুনিয়া’-এর ট্রাক ডাইভার চরকির পর্দায় দর্শক নানাভাবে আবিষ্কার করেছে বটে। তবে ‘ওভারট্রাম্প’-এ তিনি একদম ভিন্ন লুকে ও ভিন্ন পটে।

এই সিরিজে চরিত্র একদম অন্যরকম জানিয়ে চঞ্চল বলেন, ‘আমাদের সমাজে এধরনের ঘটনা বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। এই সিরিজে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এইটুকুই বলতে চাই।’

পরিচালক ও সহশিল্পীদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে একটু হেসে তিনি বলেন, ‘আমি একটু পুরোনো মানুষ তো। এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২০-২৫ বছর কাজ করছি। পরিচালক বাশার আমার প্রায় ২০ বছর পুরোনো বন্ধু। তবে তার পরিচালনায় এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। সেই সাথে যাদের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছি তাদের সঙ্গেও বেশ সুসম্পর্ক আগে থেকেই। সব মিলিয়ে কাজটাও বেশ ভালো হয়েছে।’

বিজ্ঞাপন

৬ পর্বের এই সিরিজের মধ্যে দিয়ে চরকিতে প্রথমবারের মতো উপস্থিত হবেন এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি।

অভিনেত্রী ভাবনা কাজটি নিয়ে বেশ এক্সসাইটেড। তিনি বলেন, ‘ওভারট্রাম্পে আমার চরিত্রের নাম রমা। রমার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আগের কাজ থেকে এই চরিত্র সম্পন্ন ভিন্ন। আমি নিজেও প্রতিটি কাজে নিজেট সর্বোচ্চটা দিতে চাই। আমি খুব চিন্তায় ছিলাম যে রমা চরিত্রটা কীভাবে ডিজাইন করবো। আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকদের ওপর।’

কাজটি নিয়ে এফএস নাইম বলেন, ‘ওভারট্রাম্প-এ কাজের অভিজ্ঞতা দারুন। জার্জিস ভাই অ্যান্ড পুরো টিমের সবাই দারুণ ছিল। আমি ওই চরিত্রে ১ মাস থেকেছি। আমার ক্যারেক্টারটা আশা করি সবাই পছন্দ করবে।’

এই সিরিজের বেশকিছু মুখ্য চরিত্রে দেখা যাবে মোস্তফা মন্ওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেককেই।

পরিচালক বাশার জর্জিস বলেন, ‘ওভারট্রাম্প গল্পটা কোভিডের সময়ের লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছে কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না। যা কমেডি হয়েছে সেটা ভিন্ন মাত্রার যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্প-এর কাজের প্রতি আগ্রহ হয়।’

ওভারট্রাম্পের নির্মাণ নিয়ে অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘টিমের কে কি হবে সেটা নিয়ে টেনশনে ছিলাম। আমি খুব ভাগ্যবান যে ডিওপি খসরুকে বলা মাত্রই তাকে পাওয়া গেছে। দেশসেরা একজন ডিওপি আমার সঙ্গে ওটিটির জন্য প্রথম কাজ করছেন। রঞ্জনদাও আমার সঙ্গে প্রডাকশন ডিজাইন করতে রাজি হয়। সিরিজে অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করে চরম মেজাজ খারাপ লেগেছে। মানে ওরা এত বেশি সিরিয়াস যে আমি নিজেই ভরকে গেছি। (বলেই জোরে হাসেন তিনি) কারণ এটা তো আরো অন্য কাজের মতোই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আশনা হাবিব ভাবনা ওভারট্রাম্প চঞ্চল চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর