Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাওনের না দেখা স্বপ্নপূরণ


৫ মে ২০১৮ ১২:৩৬ | আপডেট: ৫ মে ২০১৮ ১৩:১৯

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

শৈশব, কৈশোরে যার গানের প্রেমে পড়েছিলেন, তার সাথেই যদি এক মঞ্চে গান গাওয়ার সুযোগ আসে তাহলে ব্যাপারটা কেমন হয়?

হ্যাঁ, সেরকমটাই হচ্ছে দেশের জনপ্রিয় অভিনেত্রী ও কন্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের ক্ষেত্রে। আজ (৫ মে, শনিবার) তিনি গান গাইবেন কলকাতা তথা দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা’র সাথে। বিষয়টি নিয়ে শাওন বেশ রোমাঞ্চিত। নিজের ফেসবুক পোস্টে সেই অনুভূতি প্রকাশও করেছেন তিনি। নচিকেতার একটি গানের উল্লেখ করে শাওন লিখেছেন, ক্লাস সেভেনে যখন পড়ি তখন এই গান শুনলাম… স্কুল পড়ুয়া সেই আমার বুক ঢিবঢিবিয়ে ওঠে… ‘আহা… আমার জন্য কি কারো মন এমন করবে কখনো..?’

গাইয়ে’র নাম নচিকেতা। তিনি নিজেই লিখেছেন এই গান, নিজেরই সুর… উফফফ কি রোমাঞ্চকর তার গানের সব কথা..! এরপর একে একে তার সব গান মুখস্থ হয়ে গেল…

মেহের আফরোজ শাওন ।। ছবি : লুৎফর রহমান নির্ঝর

অনুষ্ঠান উপলক্ষে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মেহের আফরোজ শাওন। তার সাথে এই প্রতিবেদকের কথা হয় ফেসবুকে। কৈশোরের সেই মুগ্ধতা ‘নচিকেতা’র সঙ্গে এক মঞ্চে গান গাওয়া প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে শাওন জানান, যে স্বপ্ন দেখিইনি কখনো সেটি পূরণ হতে যাচ্ছে! তাছাড়া অনুষ্ঠানটি হচ্ছে হুমায়ূন আহমেদ স্মরণে। আর নচিকেতা হুমায়ূন আহমেদের অসম্ভব ভক্ত। একদিকে হুমায়ূন আহমেদকে ঘিরে আবেগ অন্যদিকে নচিকেতার সঙ্গে গান করার রোমাঞ্চ দুটোই কাজ করবে।

অনুষ্ঠানে শাওন গাইবেন আয়োজনের থিম সং হুমায়ূন আহমেদের লেখা ‘যদি মন কাঁদে’। পাশাপাশি আরও গাইবেন ‘যে থাকে আঁখিপল্লবে’, ‘মরিলে কান্দিস না’, ‘আমার আছে জল’, ‘একটা ছিল সোনার কন্যা’সহ হুমায়ূন এর পছন্দের কিছু লোকসঙ্গীত। নচিকেতার সাথে ডুয়েটও গাইবেন তিনি।

বিজ্ঞাপন

বাংলা ভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে ‘দুই বাংলার গান’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করেছেন সুরমঞ্জরী। অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর