Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনের জন্য হাওয়া এবং পরাণ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৮

গেল বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘হাওয়া’ ও ‘পরাণ’। দুটি ছবিই স্টার সিনেপ্লেক্সে রেকর্ড শেয়ার মানি পেয়েছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছবি দুটি আবার মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। তবে শুধু একদিনের জন্য।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ খবরটি নিশ্চিত করে বলেন, “ভাষা দিবস উপলক্ষে দর্শকপ্রিয় দুটি সিনেমা আমরা আবারও প্রদর্শন করতে যাচ্ছি। তবে এটা শুধু ২১শে ফেব্রুয়ারিই দেখানো হবে। এদিন দুটি ছবির ১৩টি করে শো প্রদর্শিত হবে। এছাড়া ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সহ হলিউডের যে ছবিগুলো চলছে, সেগুলোও চলবে।”

বিজ্ঞাপন

হাওয়া ও পরাণ দুটি ছবির ১৩টি করে শো চালাবে স্টার। মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এ দিন এ দুটি ছবির পাশাপাশি বাংলা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটিও চলবে।

হাওয়া যে সময়ে দেখানো হবে

বসুন্ধরা সিটি- দুপুর ১:৪০, সন্ধ্যা ৭:২০; সীমান্ত সম্ভার- দুপুর ১:৫০, সন্ধ্যা ৭:২০; এসকেএস টাওয়ার- সকাল ১১:১০, বিকাল ৪:৪০; সনি স্কয়ার- সকাল ১১:১৫, বিকাল ৪:৪৫, বালি আর্কিড (চট্টগ্রাম)- সকাল ১১:০০, বিকাল ৪:৩০, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর- দুপুর ১:৪০, সন্ধ্যা ৭:১৫; বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক (রাজশাহী)- বিকেল ৪:৩০।

পরাণ যে সময়ে দেখানো হবে

বসুন্ধরা সিটি- সকাল ১০:৫০, বিকাল ৪:৩০; সীমান্ত সম্ভার- সকাল ১১:১০, বিকাল ৪:৩০; এসকেএস টাওয়ার- সকাল ১:৫০, সন্ধ্যা ৭:২০; সনি স্কয়ার- দুপুর ১:৫০, সন্ধ্যা ৭:২০; বালি আর্কিড (চট্টগ্রাম)- দুপুর ১:৪০, সন্ধ্যা ৭:১৫; বঙ্গবন্ধু সামরিক জাদুঘর- সকাল ১০:৫০, বিকাল ৪:২৫; বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক (রাজশাহী)- সকাল ১১:০০।

বিজ্ঞাপন

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ নির্মিত হয়েছে ২০১৬ সালের বরগুনায় ঘটে যাওয়া রিফাত হত্যাকাণ্ড ঘটনার ছায়া অবলম্বনে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’য় উঠে এসেছে সমুদ্রে মাছ ধরা ট্রলারের গল্প। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, রিজভি রিজু, মাহমুদ আলম ও বাবলু বোস।

সারাবাংলা/এজেডএস

পরাণ স্টার সিনেপ্লেক্স হাওয়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর