Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমা ‘পরাণ’ নিয়ে নাটক ‘মনজুড়ে’!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৩

গত বছর ১০ জুলাই মুক্তি পায় সিনেমা ‘পরাণ’। রাজ-মীম-ইয়াশ অভিনীত এই ছবিটি এরমধ্যে সুপারহিট তকমা অর্জন করে। এবার সেই ছবিটিকে সূত্র বানিয়ে নির্মিত হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মনজুড়ে’!

সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য লিখেছেন ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। আর এতে জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

নাটকটির গল্প প্রসঙ্গে জাকারিয়া সৌখিন বলেন, ‘‘এটা নিখাদ একটি প্রেমের গল্প। যেখানে গল্পের মোড় ঘোরাতে ‘পরাণ’ ছবির প্রসঙ্গটি আসে। গল্পের দুই চরিত্র সুমন ও নীলার মধ্যে খানিক প্রেম হয়। এবং তারা একদিন লুকিয়ে ‘পরাণ’ ছবিটি দেখতে যায় সিনেমা হলে। এরপর তাদের জীবনে নেমে আসে নাটকীয় দুর্ঘটনা।’’

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ‘মনজুড়ে’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

জোভান পড়শী পরাণ মনজুড়ে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর