Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের বাবা-মার কাছে ক্ষমা চাইতে চান অপু বিশ্বাস

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৪

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের বাবা-মার প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। তাদের প্রতি তাকে ও তার সন্তানকে নানাভাবে অবহেলার অভিযোগ করেছিলেন। তবে এর সবই তার অবসাদের কারণে করেছেন বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তাদেরকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে চান।

কলকাতা বইমেলায় গিয়েছেন অপু বিশ্বাস। সেখানে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি শাকিবের বাবা-মার কাছে ক্ষমা চাওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

শ্বশুরবাড়ির প্রতি একসময়ে থাকা অভিযোগগুলো থেকে কীভাবে সরে আসলেন—এমন প্রশ্ন ছিলো ভারতীয় গণমাধ্যমটির। উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘আসলে আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ। অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলি বলেছিলাম ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভাল মানুষ। আমি ভাগ্যবান তাদের পেয়েছি, আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন তারাই।’

শুধু শ্বশুরবাড়ি না শাকিব খানের প্রতিও কোনো ক্ষোভ রাখতে চান না বলে জানিয়েছেন শাকিব খান। তার দুজন কি এখন বৈবাহিক সম্পর্কে আছেন কিনা?—এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’

বুবলি ও তার সন্তান একসঙ্গে বড় হচ্ছে কিনা—এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি বলেন, ‘আসলে সন্তান তো সন্তানই হয়। আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের।’

বিজ্ঞাপন

নিজের ক্যারিয়ারের পুরোটাও শাকিবের অবদান বলেন তিনি। ‘আসলে আজকে শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ-অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার কেরিয়ারে ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওঁর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে।’

শাকিবের স্ত্রী হওয়ার চেয়ে মা হওয়া কঠিন বলেও জানান ওই সাক্ষাৎকারে।

সারাবাংলা/এজেডএস

অপু বিশ্বাস আনন্দবাজার পত্রিকা অনলাইন ক্ষমা বাবা-মা শাকিব খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর