Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফরোজা কনার জন্মদিনে কবিতা সন্ধ্যা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ জানুয়ারি ২০২৩ ১৬:৫৯

রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের ঘোষক, কবি, লেখক, আবৃত্তিকার ও সংবাদ উপস্থাপক আফরোজা কনার জন্মদিন সোমবার (৩০ জানুয়ারি)। তার জন্মদিন উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে তাকে উৎসর্গ করে কবিরা কবিতা পাঠ করবেন। একই সঙ্গে আফরোজা কনা নিজেও একটি স্বরচিত কবিতা পাঠ করবেন।

কনা সারাবাংলাকে বলেন, ‘জন্মদিনে সাধারণত খুব একটা আয়োজন করা হয় না। তবে প্রতিবারই পরিবার-বন্ধুবান্ধবরা আয়োজন করে। এবারের জন্মদিন শুরু হয়েছে পরিবারের সঙ্গে রাতে কেক কাটার মধ্য দিয়ে। এরপর সকালে মিরপুর ডিএইচওএসের একটি রুফটপ রেস্টুরেন্টে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি।’

‘কবিতা সন্ধা’টির আয়োজন করেছে লেখক উন্নয়ন কেন্দ্র। এতে সভাপতিত্ব করবেন আচার্য মু. নজরুল ইসলাম তামিজী, অনুষ্ঠান পরিচালনা করবেন তৌহিদুল ইসলাম কনক।

সারাবাংলা/এজেডএস

আফরোজা কনা কবিতা সন্ধ্যা