Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কমন জেন্ডার ২’ বানাচ্ছেন নোমান রবিন

আহমেদ জামান শিমুল
২৫ জানুয়ারি ২০২৩ ১৭:০০

দেশীয় চলচ্চিত্রে তৃতীয় লিঙ্গের মানুষদের গল্প বলা হবে, তাদের সংগ্রামের কথা মানুষ জানবে— তা নোমান রবিনের আগে কেউ চিন্তা করেননি। তার বানানো ‘কমন জেন্ডার’-এ প্রচলিত গল্প বলার ধারা ভেঙ্গে দিয়েছিলো। আলোচিত সে ছবিটির সিক্যুয়েল ‘কমন জেন্ডার ২’ বানানোর ঘোষণা দিলেন এ নির্মাতা।

আগের পর্বে দর্শকদের মায়া, আবেগ, অনুভূতি তৈরি হয়েছিলো তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি। তাদের প্রতি সমাজের ধ্যান-ধারণা পরিবর্তনের হাতিয়ার হিসেবে নোমান রবিন ‘কমন জেন্ডার’ বানিয়েছিলেন। তবে এবারের পর্ব হবে তার সম্পূর্ণ বিপরীত।

বিজ্ঞাপন

‘সম্পূর্ণ বিপরীত মানে এ না যে আমার ছবিতে তাদেরকে খারাপ দেখানো হবে। দশ বছর আগে যখন ছবিটি বানিয়েছিলাম, তখন তারা অনেক পিছিয়ে ছিলো— শিক্ষা-দীক্ষা ও অর্থনৈতিক দিক দিয়ে। আজকে তাদের অনেকেই এখন এসব দিক দিয়ে পিছিয়ে নেই। কিন্তু এখনও সমাজের ধ্যান-ধারণা পুরোপুরি পরিবর্তন হয়নি। এবারের পর্বে আমরা সে গল্পই বলবো’, —বলেন নোমান রবিন।

প্রধান চরিত্রটি একজন প্রবাসী তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে। উচ্চ শিক্ষিত মানুষটির জীবনে বড় হওয়ার সংগ্রাম, পাওয়া-না পাওয়ার গল্প জানানো হবে। কীভাবে পরিবার ও সমাজ তাকে বঞ্চিত করেছে তাও উঠে আসবে। তিনি গান্ধীবাদে বিশ্বাসী। তাকে কেউ আঘাত করলে উল্টো সে ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চান। এ চরিত্রে দেশের একজন নামকরা অভিনেতা কাজ করবেন। তবে তার নাম চূড়ান্তের আগে গণমাধ্যমে আনতে চান না নোমান।

পরিচালকের বর্ণনা অনুযায়ী চরিত্রটির সঙ্গে কিছুটা মিল পাওয়া যায় অভিনয়শিল্পী তাসনুভা শিশিরের জীবনের সঙ্গে। নামটি উচ্চারণের সঙ্গে তা সঙ্গে সঙ্গে নাকচ করে দেন। নোমানের ভাষ্যে, ‘আমাদের প্রধান চরিত্রকে আমরা সংসদে পাঠাবো। আর এ নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ এ জনগোষ্ঠীর মানুষরা যদি ইউনিয়ন, উপজেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে পারে তাহলে সংসদে কেনো নয়?’

বিজ্ঞাপন

বেশিরভাগ নতুন অভিনয়শিল্পী দিয়ে ‘কমন জেন্ডার’ বানানো হয়েছিলো। তখনকার অধিকাংশ এখন প্রতিষ্ঠিত ও ব্যস্ত শিল্পী। আবার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা দিলীপ চক্রবর্তী মারা গিয়েছেন। এবার কি তাদের কেউ থাকছেন? ‘না, সবাই থাকছেন না। যেহেতু গল্পের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দুই-একজন হয়তো থাকবেন’,—বলেন নোমান।

সিক্যুয়েলের ক্ষেত্রে আগের ইমেজ ও জনপ্রিয়তার একটা চাপ থাকে। তবে সে ধরণের কোনো চাপই অনুভূব করছেন না নোমান। ‘এ নিয়ে চাপ না নিয়ে নতুন করে গল্পটা বলতে চাই। আমার বিশ্বাস দর্শক এবারও আমাদের ছবিটি পছন্দ করবেন।’

নিজের লেখা গল্প ও চিত্রনাট্যে ‘কমন জেন্ডার ২’ বানাবেন নোমান রবিন। প্রযোজনা করবেন তিনি নিজেই। তবে এ ছবির অভিনয়শিল্পীদের দিয়ে তিনি আরেকটি ছবি নির্মাণ করতে চাইছেন। সেটি কথা বলবে নাগরিক জীবন নিয়ে। সেখানে কীভাবে আমরা ছুটে চলছি মরীচিকার পিছনে। একসময় আমরা পরিবার থেকে বিচ্যুত হয়ে যাই। এ গল্পই বলবেন নোমান।

২০১১ সালে আরটিভির জন্য নোমান রবিন ‘কমন জেন্ডার’ নামে একটি টেলিফিল্ম বানিয়েছিলেন। পরবর্তীতে তিনি একই নামে ছবি নির্মাণ করেন। যেটি ২০১২ সালের ২২ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিলো।

সারাবাংলা/এজেডএস

কমন জেন্ডার কমন জেন্ডার ২ নোমান রবিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর