Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসিক স্বাস্থ্যের গল্প ‘জাহান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫২

শান্ত স্বভাবের মেয়ে জাহান। স্বামী শিহাবকে নিয়ে তার সংসার। পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডার থেকে প্রায়ই কল্পনা আর বাস্তবতা গুলিয়ে ফেলে জাহান। শিহাব চেষ্টা করে সেই ট্রমা লুকিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে, কিন্তু পারে না। একদিন হুট করেই জাহান ঘটিয়ে ফেলে এক দুর্ঘটনা। সৃষ্টি হয় জটিল এক পরিস্থিতির। এর সুরাহা হয় কোথায় জানতে হলে দেখতে হবে ‘জাহান’।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় মুক্তি পাবে চরকি ফ্লিক ‘জাহান’। আতিক জামান পরিচালিত এই ফ্লিকের নাম চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। তার সাথে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, শিল্পী সরকার অপু, নাঈমা তাসনীম , ইমেল হক, স্বাক্ষর কুন্ডু দ্বীপ প্রমুখ।

বিজ্ঞাপন

‘জাহান’-এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন তানভীর আহসান আর জাহিদ নিরবের করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক।

‘জাহান’-এ নাজিয়া হক অর্ষাকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। যেটা তার জন্য ছিল অনেক চ্যালেঞ্জিং। কাজের অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজটি করতে আমার বেশ কষ্ট হয়েছে। জাহান চরিত্রটার ইনার সাইট ডার্ক আবার কিছুটা ইনোসেন্ট। জাহান অনেক কিছু ইনোসেন্টের জায়গা থেকে করে ফেলে তবে কনসাস হলে তা ব্যালেন্স করতে পারে না। দর্শকদের কাছে সেভাবে কোনো প্রত্যাশা নেই তবে চাই সবাই যেন কনটেন্টটা দেখে। তারপর প্রতিক্রিয়া জানাবে।’

শুটিং ও গল্পের বিষয়ে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘আমি একজন রিঅ্যাকশন নির্ভর অভিনেতা। আমার বিপরীতে যে অভিনয়শিল্পী থাকেন তার রিঅ্যাকশন খুব জরুরি। সেদিক থেকে অর্ষা খুবই দারুণ। আমি প্রতিনিয়ত তার কাছ থেকে অনেক কিছু শিখি। আর এই গল্পটা মানসিক স্বাস্থ্যে নিয়ে নির্মিত। আশা করছি, কনটেন্টটা দেখে দর্শক পছন্দ করবে।’

বিজ্ঞাপন

পরিচালক আতিক জামানের সাথে চরকির এটাই প্রথম কাজ। তিনি বলেন, ‘বর্তমান সময় হলো ওটিটির। আর ওটিটির জন্য আমার প্রথম কাজ তাই অন্যরকম একটা এক্সসাইটমেন্ট কাজ করেছে শুটের সময়। দর্শকরা দেখলে তারপর বুঝবো কেমন হয়েছে কাজটা। গল্প নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে এটি দেখলে দর্শকরা ভিন্ন কিছু স্বাদ পাবে এবং ভালো সময় কাটবে তাদের।’

সারাবাংলা/এজেডএস

জাহান নাজিয়া হক অর্ষা মোস্তাফিজুর নূর ইমরান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর