Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরী-রাজের সংসারের এক বছর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ জানুয়ারি ২০২৩ ১৪:৪৫

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারের এক বছর পূর্ণ হয়েছে আজ। ফেসবুকে একটি ভিডিও আপলোড করে স্বামী রাজকে শুভেচ্ছা জানান পরী। সেখানেই জানান আজ তাদের বিবাহবার্ষিকী।

পরীমণি ভিডিওতে বলেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিলো ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। তোমাকে ভালোবাসি রাজ।’

শরিফুল রাজও তার ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে লেখেন, ‘প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারাজীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনও জিনিস বা স্থান নয় যে, আমি তাদেরকে কোথাও নিয়ে যাবো। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। হ্যাপি অ্যানিভার্সারি মাই লেডি।’

জানা গেছে, পরীমণি ও শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর নিজেরা বিয়ে করেন। এরপর ১০ জানুয়ারি বেবি বাম্পের ছবির প্রকাশের মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে তাদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় ২০২২ সালের ২২ জানুয়ারি। তারা সে দিনটিকেই বিবাহবার্ষিকী হিসেবে বেছে নিয়েছেন।

সারাবাংলা/এজেডএস

পরীমণি শরিফুল রাজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর