Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপর্ণার ‘মিথ্যার মৃত্যু’


৩ মে ২০১৮ ১০:৪৫ | আপডেট: ৩ মে ২০১৮ ১১:১৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

তারকা অভিনেত্রী ফারিয়ার অভিনয়ের ভক্ত ব্যাবসায়ি আসিফ। এই অভিনেত্রীর ভালো খবরে আসিফ ভীষণ খুশি হয়, এর উল্টোটা হলে মনও খারাপ করে। সে কারণ খুঁজতে থাকে কেন ফারিয়ার নামে নিয়মিত এতো খারাপ খবর প্রকাশিত হয় পত্রিকায়।

তাই ফারিয়ার গাড়ির ড্রাইভার ইউনুসকে হাত করে ড্রাইভার হয়ে যায় আসিফ। এরপর সে জানতে পারে ফারিয়ার নেতিবাচক খবর প্রকাশ হওয়ার পেছনের মানুষটি ফারিয়ারই প্রেমিক ইমরান।

এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘মিথ্যার মৃত্যু’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। এতে আসিফ ও ফারিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও অপর্ণা ঘোষ।

‘মিথ্যার মৃত্যু’ প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘এটি চমৎকার গল্পের নাটক। দর্শকদেরকে সম্পর্কের আস্থা ও বিশ্বাস নিয়ে আরেকবার ভাবাবে নাটকটি। আমার ও ইরফানের অভিনয়ও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ছোট পর্দায় এমন কাজ আমি এর আগে কমই করেছি।’

‘মিথ্যার মৃত্যু’ ৩ মে বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর