Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাইতে গাইবেন কাজল আরিফ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ১৯:২৮

প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ নামের একটি ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এই আয়োজন। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে গান পরিবেশন করতে যাচ্ছেন সংগীতশিল্পী কাজল আরিফ। অনুষ্ঠানটিতে কাজল আরিফ ছাড়াও গান পরিবেশন করবেন সাদা কালা খ্যাত কণ্ঠশিল্পী শিবলু। আরও থাকবেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সুপারস্টার শাকিব খান, তমা মির্জা ও রায়হান রাফী। আরও অংশ নেবেন উপস্থাপিকা শান্তা জাহান প্রমুখ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রবাসী বাঙালিরা। এই অনুষ্ঠানটি মূলত তাদের তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই আয়োজিত হতে চলেছে। দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত এই রেমিটেন্স যোদ্ধাদের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করতে পারব ভেবে বেশ ভালো লাগেছে।’

কাজল আরও বলেন, ‘এই আয়োজনে আমি ছাড়াও ইলিয়াস কাঞ্চন, সুপারস্টার শাকিব খান, তমা মির্জা ও রায়হান রাফী, শিবলু ভাই অংশ নেবেন। তাদের সঙ্গে এই ইভেন্টে থাকতে পারাটা নিঃসন্দেহে আনন্দের।’

গণমাধ্যমকে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’র প্রতিষ্ঠাতা মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন করা হয়েছে। এ বছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

তিনি বলেন, ‘অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যার ফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছে, তেমন মানুষকে দেওয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।’

আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’র আসর। দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান।

সারাবাংলা/এজেডএস

কাজল আরিফ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর