Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিমান ভুলে দুবাই যাচ্ছেন পরীমণি-রাজ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৬:৫৪

তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ তাদের সংসার ভাঙ্গা-গড়া নিয়ে গেল সপ্তাহে অনেক নাটকের অবতারণ করেছেন। সে নাটক শেষে তারা দুজন আবার একত্রে বসবাস শুরু করেছেন। একমাত্র সন্তান ‘রাজ্য’-এর মুখের দিকে তাকিয়ে তারা আবার একত্রিত হয়েছেন বলে দাবি করেছেন। দুজন সব ভুলে চেষ্টা করছেন আবার একসঙ্গে সুন্দরভাবে বাঁচার। এমন অবস্থায় তারা দুবাই দুজন আগামী সপ্তাহে দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

দুবাইয়ে বাংলাদেশি শিল্পীদের নিয়ে একটি অ্যাওয়ার্ড শো হবে। যার নাম ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তারই অংশ হচ্ছেন রাজ-পরী। আরও থাকছেন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

বিজ্ঞাপন

দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যন প্রপার্টিজ ফাউন্ডার জাহিদ হোসেন। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই আয়োজন।

এ বিষয়ে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ এর ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও এবছর বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।’

সারাবাংলা/এজেডএস

পরীমণি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড শরিফুল রাজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর