Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচনায় ফারহান-তিশার ‘কঞ্জুস’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ জানুয়ারি ২০২৩ ১৭:১১

মুশফিক আর ফারহান ও তানজিন তিশা অভিনীত ‘কঞ্জুস’ শিরোনামের নাটকটি অন্তর্জালে আলোচনায় এসেছে। মহিদুল মহিম পরিচালিত নাটকটি এখন বাংলাদেশের ইউটিউব ট্রেডিংয়ে এক নাম্বারে আছে।

বছরের শুরুতেই এমন সফলতা প্রসঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহান বলেছেন, ‘বছরটা দারুণভাবে শুরু করতে পারলাম। নাটকের গল্পটা শুধু মজার নয় জীবনবোধের একটা উপলদ্ধিও আছে। দর্শকদের নাড়া দিচ্ছে, এমন কাজ করতে পারলে বেশি ভাল লাগে। আমি বিশ্বাস করি ভালো নাটক দর্শকের কাছে পৌঁছবেই।আমার জায়গা থেকে আমি শুধু চেষ্টাটাই করে যাচ্ছি ভালো কাজের জন্য। বাকিটা দর্শকদের উপর নির্ভর করছে। ’

বিজ্ঞাপন

তানজিন তিশা বলেছেন, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি। তবে আমার মনে হয় নাটকটি বেশ বড় সাফল্য পাবে।’

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘আমার প্রতিটি নির্মাণ দর্শকদের জন্য। তাই তারা যখন আমাদের কাজগুলো দেখে এবলং তাদের ভালোলাগা- ভালবাসার কথা জানান তখনই কাজের স্বার্থকতা অনুভব করি।’

সারাবাংলা/এজেডএস

কঞ্জুস তানজিন তিশা মুশফিক ফারহান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর