Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোন ‘গডফাদারদের’ জবাব দিলেন রাজ?

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ জানুয়ারি ২০২৩ ১৭:৫৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৩ ১৮:০৭

পরীমণি সংসার ভাঙ্গার কথা বলে পর পর তিনবার ফেসবুকে স্ট্যাটাস দিলেও শরিফুল রাজ নিশ্চুপ ছিলেন। কিন্তু তিনিও আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। তবে এটুকু স্পষ্ট করি, আমি কোনও ভুল করিনি। এবং আমাদের আর এক হওয়া হবে না।’

বিজ্ঞাপন

এমন বক্তব্যের পর শরিফুল রাজ আরেকটু খোলামেলা। সরাসরি কিছুটা ‘হুমকি’র সুরে কথা বললেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে লেখেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

রাজের এমন সরাসরি বক্তব্যের অর্থ খোঁজার চেষ্টা করছে চলচ্চিত্রাঙ্গন। তাহলে কি রাজ তাদের এ সম্পর্কের পিছনে তৃতীয় কোনো পক্ষকে দায়ী করছেন? কোন গডফাদার তাকে হুমকি দিয়েছে? তিনিই বা কাকে পাল্টা জবাব দিলেন? এমন অনেক প্রশ্নের জবাব খুঁজতে ফোন করা হয় শরিফুল রাজকে। গেলো তিন দিন ফোনে পাওয়া গেলেও মঙ্গলবার আর পাওয়া যায়নি। হয়তো তিনি আর এ বিষয় নিয়ে কথা বাড়াতে চান না।

গণমাধ্যমকে ‘আমাদের আর এক হওয়া হবে না’- এমন বক্তব্য দিলেও শরিফুল রাজের ফেসবুক কভারে এখনও স্ত্রীর সঙ্গে ছবি দেওয়া। এর মানে দাঁড়ায়, মুখে যাই বলুন না কেন স্ত্রী পরীমণির প্রতি মনে এখনও তার ভালোবাসা কমেনি। যাই কিছু বলছেন, কিংবা করছেন তার সবই হয়তো অভিমানের কথা। কিন্তু এ অভিমান কে ভাঙ্গাবে?

সারাবাংলা/এজেডএস

গডফাদার শরিফুল রাজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর