Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলয় ও তানিয়া জুটির ‘প্রাইভেট জামাই’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ ডিসেম্বর ২০২২ ১৩:০৮

নিলয় আলমগীর-তানিয়া বৃষ্টি জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউদ্দিন আলমের ‘প্রাইভেট জামাই’ নাটকে। তার এর আগে বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করে সুনাম অর্জন করেছেন।

‘প্রাইভেট জামাই’ নাটকটি বুধবার (২৮ ডিসেম্বর) দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা লেজার ভিশন নাটক ইউটিউব চ্যানেলে থেকে মুক্তি পেয়েছে।। নাটকটি অবমুক্তর পর দর্শক বেশ পছন্দ করেছে। যার প্রমাণ কমেন্ট বক্স। এ ছাড়াও ইউটিউব ট্রেডিংয়ে বাইশে অবস্থান করছে। ক্রমেই বাড়ছে এর ভিউ।

বিজ্ঞাপন

জুয়েল এলিন এর রচনায় নাটকটিতে নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি ছাড়া আরো অভিনয় করেছেন–সাবেরী আলম, রকি খান, আনোয়ার হোসাইন , নূরে কাঞ্চন চৌধুরী , নেয়ামত রহমান, ওয়াসিম ইমদাদ . আয়মন শুভ, হিরা প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন আশিক আমান, সম্পাদনা করেছেন আকাশ সরকার। রঙের বিন্যাস করেছেন টিডি দিপক, মিউজিক করেছেন নাসিফ অনি।

জিয়াউদ্দিন আলম বলেন, নিলয়ের সঙ্গে করা আমার নাটকগুলো দর্শক সব সময় গ্রহণ করেছেন। আশা করছি এবারও নতুন নাটকটি সবাই পছন্দ করবে।

সারাবাংলা/এজেডএস

তানিয়া বৃষ্টি নিলয় আলমগীর প্রাইভেট জামাই

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর