Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিহাব-মমর পথ বেঁকে গেছে দুই বছর আগে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১৩:০২

২০১৯ সালের ২০ নভেম্বর অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন চতুর্থ বিয়ে বার্ষিকীতে তাদের সংসারের খবর সামনে আনেন। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও একই কাণ্ড করলেন তারা। তবে এবার দুই বছর পর গণমাধ্যমের কাছে মম খবরটি প্রকাশ করলেন।

মম জানিয়েছেন ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়। দীর্ঘ ৫ বছরের সংসার জীবনের ইতি টানলেন তারা। বিচ্ছেদের খবরটি তারা নিজেরাই নিশ্চিত করেছেন।

মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

দীর্ঘ দিন প্রেমে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি মমর তৃতীয় বিয়ে হলেও শাহীনের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল মমর। সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।

সারাবাংলা/এজেডএস

বিবাহ বিচ্ছেদ মম শিহাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর