Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রাইম থ্রিলারে ইমতিয়াজ বর্ষণ ও নিপুণ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ১৮:৪৯

দেশীয় নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ একের পর এক ওয়েব ফিল্ম নির্মাণ করে যাচ্ছে। তারা এবার রোশান, নিপুণ ও ইমতিয়াজ বর্ষণকে নিয়ে নির্মাণ করছে ‘অপলাপ’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না।

অপলাপ’এর গল্পে দেখা যায়, সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হলো স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নিলো অর্ক। এদিকে অর্ক‘‌র মামা দাবী করলেন কোনো চাপে পড়ে বাধ্য হয়ে অর্ক খুনের অপবাদ নিজের কাধে নিচ্ছে। মামলা চলে গেলো আদালতে। র্কে পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস যে অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হলো অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। পুলিশ ভাবতেও পারেনা এটা অর্ক রহমানের পরিকল্পনারই অংশ। অর্ক রহমানের সেই পরিকল্পিত ফাঁদে পা দিয়ে গোয়েন্দা কর্মকর্তা সাইফ হাসান তাকে আইনের কাছে নির্দোষ প্রমান করে। সাইফ হাসান যখন বুঝতে পারে, পুরো বিষয়টাই ছিল অর্ক আর বর্ষার পরিকল্পনা, ততক্ষণে খুনের আসামী অর্ক রহমান ধরা ছোঁয়ার বাইরে চলে যায়।

বিজ্ঞাপন

পরিচালক মোহাম্মদ আলী মুন্না জানান, অপলাপ মূলত ফ্যামেলী ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ, ভালোবাসাকে ঘৃনায় রূপান্তরিত করে ফেলে। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতীকতার ভয়াবহতার ব্যপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি ত্নশীল হতে পারে।

সারাবাংলা/এজেডএস

অপলাপ ইমতিয়াজ বর্ষণ নিপুণ রোশান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর