Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুরন্ত টিভিতে নতুন ধারাবাহিক ‘এলাটিং বেলাটিং’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২২ ১৬:২৬

ব্যবসায়ী সেলিম আহমেদ ও ব্যাংক কর্মকর্তা ফারজানার তিনটি শিশু সন্তান আলিশা, আয়ান এবং আয়শাকে ঘিরে হাসিখুশির একটি ছোট সংসার। কিন্তু যান্ত্রিক জীবনের জটিলতায় ব্যস্ত বাবা মায়ের সঙ্গে সন্তানদের দূরত্ব তৈরি হয়। নিজেদের কর্মব্যস্ততার ফলে সন্তানদের সময় দেয়া তাদের সম্ভব হয়না। কমলা খালার দেখাশোনায় আর কেয়ারটেকার সবুজের সাথে খেলাধুলা ও খুঁনসুটিতেই শিশুদের সময় কাটে। কিন্তু তারা চায় বাবা মায়ের সঙ্গ। বাবা মায়ের সান্নিধ্য পেতে শিশুরা নানান মজার কাণ্ড করলেও তাতে হিতে বিপরীত হয়। অবশেষে শিশুদের জন্য নিয়োগ করা হয় গৃহশিক্ষক আয়েশাকে। আয়েশা শিশুদের সাথে বাবা মায়ের দূরত্বের বিষয়টি বুঝতে পারে এবং সে পরিবারের এই সমস্যাটি সমাধানে তাদের সাহায্য করে।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে দুরন্ত টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এলাটিং বেলাটিং’। আবু হায়াত মাহমুদ-এর পরিচালনায় এতে অভিনয় করেছেন জিনাত শানু স্বাগতা, মীর রাব্বি, তামান্না ইসলাম, শিল্পী সরকার অপু, বাদল শিকদার, টুনটুনি সোবহান, রিগ্যান সোহান রত্নসহ আরো অনেকে। এছাড়া শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে মালিহা শখ, শায়ান মির্জা, সুবাইতা।

৩০ পর্বের এই ধারাবাহিক নাটকটি ২৯ ডিসেম্বর থেকে প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে দুরন্ত টিভিতে।

সারাবাংলা/এএসজি

দুরন্ত টিভিতে নতুন ধারাবাহিক ‘এলাটিং বেলাটিং’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর