Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভ-বিন্দুর ‘উনিশ২০’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ ডিসেম্বর ২০২২ ১৬:৫৫

আরিফিন শুভ ও বিন্দু জুটিবদ্ধ হয়ে সিনেমা করছেন এ খবর পুরানো। তবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ছবিটির নাম এবার জানা গেল- ‘উনিশ২০’। প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে চলছে সিনেমাটির চিত্রধারণ।

ছোটপর্দা-বড়পর্দার জনপ্রিয় মুখ আরিফিন শুভ। কাজটি নিয়ে বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করেছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে।’

বিজ্ঞাপন

অনেকদিন পর কাজে ফিরছেন আফসান আরা বিন্দু। অনেকদিন পর চরকির এই কাজের মধ্য দিয়ে তাকে স্ক্রিনে দেখবে দর্শক। কাজটি নিয়ে বিন্দু নিজেও ভীষণ রোমাঞ্চিত তিনি। বিন্দু কাজটি নিয়ে বলেন, ‘৮ বছর ক্যামেরার সামনে নিজেকে সদ্যজাত শিল্পী মনে হচ্ছে। তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে শুটের প্রথমদিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো তাদেরকে আবার দেখে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি কথা ওয়েবফিল্ম মুক্তির পরে বলতে পারবো।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা ফান, গান, প্রেমের সিনেমা। ফিলগুড লাভ স্টোরি /ফিলগুড রোমান্স জনরার হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ উনিশ২০ বিন্দু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর