Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিল হোসাইন ও সেলিনা আফ্রির ‘প্রবাসীর লাগেজ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৪:৫৪

প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রবাসীর লাগেজ’। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেলখ্যাত জামিল হোসাইন ও সেলিনা আফ্রি ।

একজন প্রবাসী দেশে ফেরার পর পরিবার, ভাই , বোন ও আত্মীয়-স্বজনের চাওয়া-পাওয়ার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘প্রবাসীর লাগেজ’। গ্রামের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং করা হয়েছে। এর কাহিনি লিখেছেন জুয়েল এলিন।

বিজ্ঞাপন

নাটকটি নিয়ে জামিল হোসাইন বলেন, এই নাটকে আমি একজন প্রবাসীর চরিত্রে অভিনয় করেছি। সব প্রবাসীর বাস্তবতার গল্প এখানে বলা হয়েছে এখানে। আশা করছি দর্শক কাজটি পছন্দ করবেন বলে।

অন্যদিকে আফ্রি বলেন, ‘কাজটি একটু ভিন্ন ঘরানার। গল্পটিও সমাজের কথা বলে। কাজটি করতে বেশ ভালো লেগেছে। দর্শকদের ভালো লাগলে আমাদের কষ্ট স্বার্থক হবে।’

জামিল-আফ্রি ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন আমীন আজাদ, রেশমা আহমেদ, সেলজুক তারেক, স্নিগ্ধা হোসাইনসহ অনেকে। নাটকে চিত্রগ্রহণে ছিলেন রাজন মন। সম্পাদনা ও কালার করেছেন টিডি দিপক, মিউজিক করেছেন কাউসার খান। স্কাইভিউর প্রযোজনায় ‘প্রবাসীর লাগেজ’ প্রকাশ পেয়েছে স্কাইভিউ ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

প্রবাসীর লাগেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর