Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন নায়িকার পাল্লায় এক নায়ক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ১৪:০১

শাওন রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালায়। উদ্দেশ্য যে টাকা আয় করা তাও নয়। শাওন মূলত রাইড শেয়ারিংয়ের আড়ালে খোঁজে একজন মনের মানুষ। প্রথমে প্রেমে পড়েন শম্পার। এরপর যথাক্রমে রিভি এবং টুই-এর।

তিনটি প্রেমই ঠুনকো কারণে দ্রুত সময়ে ভেঙে যায় শাওনের। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন জোভান। আর তার তিন প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবাহ, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি।

এই চারজনকে নিয়ে প্রেম, সংসার ও রাইড শেয়ারিংয়ের মজার গল্পে নাটক নির্মাণ করলেন মেহেদী রনি। ‘অপশন বি’ নামের এই নাটকটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।

নির্মাতা মেহেদী রনি জানান, ‘নাটকটিতে অনেকগুলো বিষয়ের সমন্বয় করার চেষ্টা করেছি। রাইড শেয়ারিং, হঠাৎ প্রেম-বিচ্ছেদ এবং সংসার জীবন। সবগুলো বিষয় মিলিয়েই গল্পটি এগিয়েছে। খুব মজা করে আমরা কাজটি করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই তারকাবহুল ‘অপশন বি’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

অপশন বি কেয়া পায়েল তানিয়া বৃষ্টি সারিকা সাবাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর