Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই ফ্রেমে বলিউড বাদশাহ ও চঞ্চল চৌধুরী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ১৪:৩৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪

একই ফ্রেমে দেখা মিলল বলিউড বাদশাহ শাহরুখ খান ও বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হলো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। আর সেখানেই উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্রের মহাতারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, রানি মুখার্জি, রঞ্জিত মল্লিকসহ বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। একই সাথে দেখা মিলল কুমার শানু, অরিজিৎ সিংয়েরও।

বিজ্ঞাপন

মঞ্চের একেবারে সামনের সারিতে ভারতীয় গুণীজনদের সঙ্গেই বসেছিলেন চঞ্চল চৌধুরী। একসময় ঘোষণা আসে চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার। কলকাতার তারকা অভিনেতা আবীর চট্টোপাধ্যায় চঞ্চলকে উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানের এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায় চঞ্চলকে।

এক ফাঁকে শাহরুখ ধরা দিলেন চঞ্চলের সেলফিতে। আর এই ছবি ছড়িয়ে পড়েছে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন চঞ্চলকে।

প্রসঙ্গত, এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে আছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটিও। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

সারাবাংলা/এএসজি

অমিতাভ বচ্চন একই ফ্রেমে বলিউড বাদশাহ ও আমাদের চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী জয়া বচ্চন বলিউড বাদশাহ শত্রুঘ্ন সিনহা শাহরুখ খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর