Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভর পর অনম বিশ্বাসের ছবিতে নুসরাত ফারিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১৪:২৬

‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস ‘ফুটবল ৭১’ নির্মাণ করতে যাচ্ছেন। ছবিটিতে গেল সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছিলেন আরিফিন শুভ। এবার চুক্তিবদ্ধ হলেন নুসরাত ফারিয়া। শুভ-ফারিয়া এর আগে ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘মুজিব’ ছবিগুলোতে অভিনয় করেছেন।

‘ফূটবল ৭১’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার একটি নুসরাত ফারিয়া নিজেই তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। লেখেন, ‘আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।’ ক্যাপশন অনুযায়ী তিনি এ ছবিতে গেল ১৫ নভেম্বর চুক্তিবদ্ধ হয়েছিলেন।

বিজ্ঞাপন

আরিফিন শুভ সিনেমাটিতে যুক্ত হওয়া পর গত শুক্রবার অনম জানান, মাস দুয়েকের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি। এর আগে ১৬ ডিসেম্বর সিনেমার অভিনয়শিল্পীদের নামসহ আরও কিছু তথ্য জানাতে চান।

অনমের ফুটবল ৭১ সিনেমাটি ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত। অনেক আগেই সিনেমাটির ঘোষণা এলেও করোনার কারণে দীর্ঘ সময় আটকে ছিল বলে জানান এ নির্মাতা।

সারাবাংলা/এজেডএস

নুসরাত ফারিয়া ফুটবল ৭১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর