Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যিকভাবে ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১৪:৫৭

এ বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবিগুলোর একটি হচ্ছে ‘হাওয়া’। মুক্তির পর সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় লেগেছিলো। রেকর্ড ব্যবসা করেছিলো। কদিন আগে কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবেও সেখানকার দর্শকদের বিশাল লাইন পড়েছিলো। সবকিছু বিবেচনায় ভারতের অন্যতম চলচ্চিত্র পরিবেশক রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ছবিটি সে দেশে বাণিজ্যিকভাবে মুক্তি দিতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে ১৬ ডিসেম্বর কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সিনেমা ছবিটি চলবে। একইসঙ্গে পুরো ভারত জুড়ে ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ ডিসেম্বর।

বিজ্ঞাপন

‘হাওয়া’-র ভারতে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, ছবিটি সাফটা চুক্তির আওতায় ভারতে মুক্তি পাচ্ছে।

সাফটা চুক্তির নিয়ম অনুযায়ী ভারতীয় একটি ছবিও বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা। তবে সেটি কোন ছবি তা বলতে পারেননি সুমন।

সারাবাংলা/এজেডএস

ভারতে মুক্তি হাওয়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর