Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘‌আইকন ম্যান’ অপূর্ব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৫:৩৪

সঞ্জয় সমাদ্দার নতুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের জন্য নির্মাণ করেছেন ‘আইকন ম্যান’। এতে নাম ভূমিকায় দেখা যাচ্ছে অপূর্বকে। তার সঙ্গী হয়েছেন নুসরাত ফারিয়া।

ওয়েব ফিল্মটিতে দেখা যায় নোভা নিজের ভাইয়ের গুম হওয়ার ঘটনার ব্যাপারে খোঁজখবর করতে গিয়ে আইকন ম্যানের সাথে একটি যোগসূত্র খুঁজে পায়। ‘আইকন ম্যান’ নামে সুপরিচিত ফাহাদ বেগ একজন তরুণ উদ্যোক্তা, জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। আইকন কোম্পানি প্রতিষ্ঠা করে খুব কম সময়ের মধ্যে দেশীয় আইটি ব্যবসায় তিনি শক্তিশালী অবস্থান তৈরী করেন। ষোল বছর আগেও ফাহাদ ধার-দেনার দায়ে জর্জরিত একটি মধ্যবিত্ত পরিবারের বেকার সন্তান ছিল। সেখান থেকে তার হঠাৎ এই উত্থান কিভাবে, নোভা সেটি খুঁজে বের করতে সমর্থ হয়। চাকরির খোঁজে থাকা অবস্থায় এদেশের সিস্টেম ও প্রথাগত সমস্যায় ফাহাদ জর্জরিত ছিল। কিন্তু এই সিস্টেম, চাকরির তদবির নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য, ইত্যাদির ভেতরের ফাঁক-ফোকর বের করে ফাহাদ নিজেই নতুন এক বিজনেস স্ট্রাটেজি তৈরি করে। তার হাত ধরে তৈরি হয় একটি শক্তিশালী গোপন চক্র।

বিজ্ঞাপন

নোভা কি পারবে ফাহাদের এই চক্রের মুখোশ উন্মোচন করতে? ফাহাদ বেগের উত্থান ও পতনের গল্প ঘিরেই তৈরি হয়েছে ‘আইকন ম্যান’।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব আইকন ম্যান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর