Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতের প্রযোজনায় ‘মানুষ’ বানাবেন সঞ্জয়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ১৮:৪২

কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে দেশের টিভি নাটকের জনপ্রিয় পরিচালক সঞ্জয় সমাদ্দার ছবি বানাচ্ছেন, এমন খবর বেশ পুরানো। তবে এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি তিনি। বুধবার (৩০ নভেম্বর) জিতের জন্মদিনে এলো আনুষ্ঠানিক ঘোষণা।

ছবির নাম ‘মানুষ’। এটি নির্মিত হবে জিতের প্রযোজনা সংস্থা জিত ফিল্মওয়ার্কসের পাশাপাশি এটি প্রযোজনা করছে গোপাল মান্দানি ও অমিত জুমরানি। জিত তার ফেসবুক পেইজ থেকেও খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

‘জিতের সঙ্গে প্রায় বছরখানেক ধরে কথা হচ্ছিলো। সেটি ছিলো যৌথ প্রযোজনার ছবি। তবে এটি পুরোটায় কলকাতার ছবি,’ বলেন সঞ্জয় সমাদ্দার।

পরিচালক জানান, ছবিটির বাকি অভিনয়শিল্পী এখনো ঠিক হয়নি। গল্পটি একটি মাফিয়া ওয়ার্ল্ডের গল্প। পুরোটাই অ্যাকশন ছবি।

ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু করার ইচ্ছে আছে পরিচালকের। তবে কয়েকদিনের মধ্যে বাকি সব বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন।

সারাবাংলা/এজেডএস

জিত মানুষ সঞ্জয় সমাদ্দার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর