Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেমসের কনসার্টে সিয়ামের চড় কাণ্ডের রহস্য

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ নভেম্বর ২০২২ ১৮:২৬

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি কনসার্টে জেমসের গান শুনছেন সিয়াম। তার পাশে দাঁড়ানো এক তরুণী হুট করে তাকে জড়িয়ে ধরে এবং গালে চুমু খায়। সিয়াম মেজাজ ধরে রাখতে না পেরে তাকে চড় মারেন।

মেয়েটিকে সাধারণ একজন নারী ভক্ত মনে করে অনেকে ভিডিওটি শেয়ার করছিলেন। তিনি আর কেউ নন— জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুনেরাহ বিনতে কামাল।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে অনেকে সিয়াম কিংবা সুনেরাহর সমালোচনা করলেও জানা গেছে এটি মূলত শুটিংয়ের দৃশ্য। দীপনংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবিতে কনসার্টের একটি দৃশ্য ছিলো। বুধবার (২৩ নভেম্বর) যখন ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’-এ জেমস গাইবেন জানা গেলো তখন পরিচালক আয়োজকদের অনুমতি নিয়ে সেখানেই শুটিং করার সিদ্ধান্ত নেন।

সুনেরাহ বলেন, ‘বিষয়টি খোলাসা করতে চাইনি। কিন্তু ভিডিওটি কে বা কারা যেনো ছড়িয়ে দেয় ফেসবুকে। এরপরই ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখার পর আমাকে সবাই যে যার মত বুলিং করছেন। কিছু না বুঝেই নানাভাবে নিজের মতো করে ঘটনা বানিয়ে বলছেন। তাই এখন খোলাসা করতে হলো।’

সারাবাংলা/এজেডএস

অন্তর্জাল সিয়াম আহমেদ সুনেরাহ