Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভিত্তিহীন গুজবে সময় নষ্ট করবেন না’

আহমেদ জামান শিমুল
২২ নভেম্বর ২০২২ ১৮:৪৯

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা ও ভারতের নামকরা পরিচালক সৃজিত মুখার্জী ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন। আলোচিত এ তারকা জুটির সংসার বেশ ভালোই চলছিলো। মেয়ে আইরাকে নিয়ে তারা সুন্দরভাবে পার করছিলেন। সুখী দম্পতি হিসেবে তারা পরিচিত। কিন্তু এ সুখের সংসারে নাকি ভাঙনের সুর বেজেছে। এমন খবর ছেপেছিলো ভারতীয় গণমাধ্যমগুলো। তবে এমন খবরে বেশ বিরক্ত মিথিলা।

সারাবাংলার এ প্রতিবেদকের সঙ্গে সোমবার (২২ নভেম্বর) বিকেলে এক আলাপচারিতায় তিনি এ বিরক্তি প্রকাশ করেন মিথিলা। তাকে প্রশ্ন করা হয়, ভারতীয় গণমাধ্যমগুলোতে আসা খবরটি কতটুকু সত্য? এটা কি নিছকই গুঞ্জন নাকি সত্যতা রয়েছে?

বিজ্ঞাপন

উত্তরে মিথিলা সরাসরিই বললেন, ‘আমার এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। এসব ভিত্তিহীন গুজবে সময় নষ্ট করবেন না প্লিজ। পৃথিবীতে লেখার আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।’

গেল ১২ নভেম্বর সৃজিত তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন। যেখানে তাকে দেখা যায়, সমুদ্রের পাড়ে একটি মৃত গাছে হাত দিয়ে শূন্য দৃষ্টিতে অপলক তাকিয়ে আছেন। যা কিনা একাকিত্বের বহিঃপ্রকাশ। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

ক্যাপশনটি ছিলো জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন।

তার এ পোস্টের কিছুক্ষণ পর নতুন ফটোশুটের কিছু ছবি প্রকাশ করেন মিথিলা। এর ক্যাপশনে তিনি লেখেন, কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পার?’

বিজ্ঞাপন

দুজনের একই সময়ে এধরনের পোস্টের উপর ভিত্তি করে মূলত এ জল্পনার সৃষ্টি। তবে এমন গুঞ্জনে শুধু মিথিলা নন সৃজিতও বিরক্ত বলে জানা গেছে।

সারাবাংলা/এজেডএস

মিথিলা সংসার সৃজিত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর