Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চঞ্চল-বাঁধনের নতুন ধারাবাহিক


২৯ এপ্রিল ২০১৮ ১৬:২৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ১৭:০৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ভালো ও খারাপের চিরকালীন দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক ‘খেলোয়াড়’। রোববার (২৯ এপ্রিল) থেকে প্রচার শুরু হচ্ছে নাটকটির। আর নাটকটি দেখা যাবে বাংলাভিশনের পর্দায়। প্রচার হবে প্রতি সপ্তাহের রোববার ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে।

‘খেলোয়ার’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা মাসুদ সেজান।  অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বাঁধন, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজাসহ আরও অনেকে।

সমাজে একদল মানুষ আছেন যারা ইতিবাচকভাবে দেখে সবকিছু। আরেক দল আছেন যারা সহজ ঘটনাকেও জটিল করে তোলে। এই দুইদল মানুষের বিচিত্র সব কর্মকান্ডের ঘটনাই উঠে আসবে এই ধারাবাহিক নাটকে।

নীতির পথে এগিয়ে চলা মীর বরকত ও তার দল আর কিছুটা জটিল গোলাম সরোয়ারের দলের খেলাটা জমবে কেমন? সেটাই দেখা যাবে ধারাবাহিক নাটকে। হাস্যরসাত্মক ভঙ্গিতে এগিয়ে যাবে নাটকের কাহিনী।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর