Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবিরশ্মির বর্ষপূর্তিতে শিল্পকলায় তিন দিনব্যাপী সংগীত উৎসব

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ নভেম্বর ২০২২ ২৩:১২

সংগীত সংগঠন ‘রবিরশ্মি’ তার ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে ‘জোয়ার ভাঁটায় ভু্বন দোলে’ শীর্ষক তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ১০, ১১ ও ১২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা ৬ টা থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লায়ন রিংকু কুমার বড়ুয়া, আন্তর্জাতিক মানবিক দূত, জাতিসংঘ, সভাপতি ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ। অনুষ্ঠানে বরিরশ্মির পক্ষ থেকে শিল্পী শীলা মোমেনকে সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

১ম দিন
অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ ১১ নভেম্বর রূপা চক্রবর্তীর উপস্থাপনায় গীতি আলেখ্য ‘জাগো আমার গান’ শীর্ষক সমবেত সংগীত পরিবেশ করেন ররিরশ্মির শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন শ্রীমতি শর্মিলা বন্দোপাধ্যায় পরিচালিত নৃত্য সংগঠন নৃত্য নন্দনের শিল্পীবৃন্দ। এ দিন আরো দুটি সংগঠন দলীয় গান পরিবেশন করেন। শিল্পী মনসুরা বেগম পরিচালিত সংগঠন প্রতীতি দুইটি গান পরিবেশন করেন এবং শিল্পী স্বাতী সরকারের পরিচালনায় সংগীত সংগঠন সুরের ধারা দুইটি গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের প্রথম দিন একক গান পরিবেশন করেন, সংবর্ধিত শিল্পী শীলা মোমেন। এ ছাড়া রবিরশ্মির পক্ষ থেকে একক গান পরিবেশন করেন শিল্পী রুমা সাহা, দিলীপ কুমার দাস, জয়া গাঙ্গুলি, আশরাফুল করিম চৌধুরী আরিফ। অতিথি শিল্পী হিসেবে গান শোনান শিল্পী স্বাতী সরকার, মিজানুর রহমান, মনসুরা বেগম।

২য় দিন
অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ ১১ নভেম্বর শাহাদাৎ হোসেন নিপুর উপস্থাপনায় সমবেত সংগীত পরিবেশন করেন রবিরশ্মির শিল্পীরা। এ দিন দলীয় গান পরিবেশন করেন শিল্পী সালমা আকবর পরিচালিত সংগীত সংগঠন ‘গীতাঞ্জলি’ এবং শিল্পী শ্রাবণী সাহা টুসি পরিচালিত সংগঠন ‘সুরতীর্থ’। দুটি গানের সঙ্গে আলাদা আলাদা নৃত্য পরিবেশন করেছেন শিল্পী সুলতানা রাজিয়া ও শিল্পী চশ্রী মণ্ডল লোপা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সাজেদা আকবর, সালমা আকবর, শ্রাবণী সাহা টুসি, নির্মল কুমার দে, নজিবুল হক নজিব ও রানা সিনহা।

অনুষ্ঠানে রবিরশ্মির পক্ষ থেকে একক সংগীত পরিবেশন করেন শিল্পী অর্চনা রায়, বনশ্রী পাল, কংকন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দাস, মিথিলা ঘোষ, সাঈদ মাহমুদ সাইফুল আলম শুভ ইফতেখার উদ্দিন, শিউলী ভৌমিক, স্বপন কুমার চক্রবর্তী, এজাজ হোসেন খান, সুকুমার চক্রবর্তী, সুস্মিতা হোসেন, মাহমুদা আপন, সানজানা বানু ঋসভা। এ দিন আবৃত্তি পরিবেশন করেন, বিশিষ্ট বাচিক শিল্পী শাহাদাৎ হোসে নিপু ও
বিশিষ্ট বাচিক শিল্পী মাসুদুজ্জামান।

৩য় দিন
অনুষ্ঠানের তৃতীয় দিন অর্থাৎ ১২ নভেম্বর শাশ্বতী মাথিনের উপস্থাপনায় ‘ কী হাওয়ায় মাতালো’ শীর্ষক সমবেত সংগীত পরিবেশন করেন রবিরশ্মির শিল্পীরা। শুভেচ্ছা বক্তব্য দেন নব বিক্রম ত্রিপুরা, চেয়ারম্যান অ্যাডভাঞ্চার ফাউন্ডেশন। সমবেত সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী লিলি ইসলাম পরিচালিত সংগীত সংগঠন ‘উত্তরণ’ এবং শিল্পী রিতা মজুমদার পরিচালিত সংগঠন ‘বিচিত্রিতা’।

অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন শিল্পী সোহেলা হোসেন, লিলি ইসলাম, অনামিকা ত্রিপুরা, রীতা মজুমদার, রোকাইয়া হাসিনা, শ্রেয়সী রায়। রবিরশ্মির পক্ষ থেকে একক সংগীত পরিবেশন করেন শিল্পী মহাদেব ঘোষ, অরুণা সরকার, সঞ্জীব সরকার, শাশ্বতী মাথিন, মাকসুদা খানম তুলি, শামীমা আরা বেগম, পারমিনা তোড়া দাস, খান মো. রেজাউল করিম, হাসিনা সুলতানা লিরা, মনামী চক্রবর্তী, আহমেদ মায়া আখতারী।

নৃত্য পরিবেশন করেন শিল্পী কবিরুল ইসলাম রতনের পরিচালনায় নৃত্যলোক কালচারাল সেন্টার এবং এস. এইচ. লিমন ও সাইফুর রহমান জুয়েলের পরিচালনায় বুলবুল ললিতকলা একাডেমি। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন রবিরশ্মির পরিচালক শিল্পী মহাদেব ঘোষ।

সারাবাংলা/এজেডএস

রবিরশ্মি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর