Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলার হুমকি দিলেন মীম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৮:১৭

রাজের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়ে পরীমণির দেওয়া স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়েছেন মীম। একইসঙ্গে যেসকল গণমাধ্যম এখবর প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে মীম এ স্ট্যাটাস দেন।

মীমের স্ট্যাটাসটি হুবহু নিচে তুলে ধরা হলো:

“পরাণ ও দামাল সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি।

ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।

পরাণ ও দামাল যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলার চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।

আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্খীসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত।

কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরণের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন– এখন যে বা যারা কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই।

বিজ্ঞাপন

তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত-শুভাকাঙ্খী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরণের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।

আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্খীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না।

কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরণের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্ট করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবো।

আপনাদের ভালোবাসার বিদ্যা সিনহা মিম।”

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে দেওয়া এক বিস্ফোরক স্ট্যাটাসে পরীমণি দাবি করেন, মীম তার সুখের সংসারের দিকে হাত বাড়িয়েছেন। আর এর জন্য তিনি পরিচালক রায়হান রাফিকে দায়ী করেন। তিনি রাফিকে ‘দালাল’ লিখেন। মীমকে বলেন নিজের স্বামীকে নিয়ে সুখী হতে। অন্য দিকে রাজকে বলেন, বিষয়টি এতদূর আসতে দেওয়া উচিত হয়নি।

সারাবাংলা/এজেডএস

পরীমণি বিদ্যা সিনহা সাহা মীম রায়হান রাফি শরিফুল রাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর