Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজ প্রসঙ্গে মীমকে সতর্ক করলেন পরীমণি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৮:১১

‘পরাণ’ মুক্তির সময় থেকে সহশিল্পী শরিফুল রাজের সঙ্গে ছবির প্রচারণায় নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন বিদ্যা সিনহা সাহা মীম। এরপর তো তাদের জুটির ‘দামাল’ মুক্তি পায়। সেখানেও কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণা চালিয়েছেন তারা দুজন। তাদের সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ হিসেবেই চলচ্চিত্রপাড়ার লোকেরা জানে। কিন্তু সে সম্পর্কের নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন রাজের জীবনসঙ্গী পরীমণি। রীতিমত বোমা ফাটালেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাতে দেওয়া এক বিস্ফোরক স্ট্যাটাসে পরীমণি দাবি করেন, মীম তার সুখের সংসারের দিকে হাত বাড়িয়েছেন। আর এর জন্য তিনি পরিচালক রায়হান রাফিকে দায়ী করেন। তিনি রাফিকে ‘দালাল’ লিখেন। মীমকে বলেন নিজের স্বামীকে নিয়ে সুখী হতে। অন্য দিকে রাজকে বলেন, বিষয়টি এতদূর আসতে দেওয়া উচিত হয়নি।

পরীমনি তার স্ট্যাটাসে লিখেন, রায়হান রাফি সিনেমার সাথে দালালিটাও ভালো করেন দেখি! বিদ্যা সিনহা সাহা মীম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো। মো. শরিফুল ইসলাম রাজ এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।

তবে কেন কী কারণে পরীমণি এমন স্ট্যাটাস দিয়েছেন তা জানা যায়নি। এমনকি পরী-রাজের সম্পর্কের কোনো অবনতি হয়ছে বলে কোনো কথা শোনা যায়নি। তাছাড়া বুধবার রাতে তারা দুজন অভিনেত্রী ফারিয়া শাহরিনের জন্মদিন একসঙ্গে সেলিব্রেট করেছেন। তাহলে হুট করে কেনো মধ্যরাতে এমন স্ট্যাটাস! এমন প্রশ্নে পরীকে ফোন করা হলে তিনি শুধু বলেন, আমার ঠাণ্ডা লেগেছে, পরে কথা বলবো।

সারাবাংলা/এজেডএস

পরীমণি মীম শরিফুল রাজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর