Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ প্রীতম-শেহতাজের বিয়ে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ অক্টোবর ২০২২ ১৫:০৮

সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ বিয়ের পিঁড়িতে বসছেন। শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান হবে।

বৃহস্পতিবার তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। রাতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল হলুদ অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। ছবিতে দেখা যাচ্ছে, শেহতাজের মেহেদী রাঙা হাতের মাঝখানে লেখা প্রীতম। ঘরোয়া আয়োজনে প্রীতম-শেহতাজকে দেখা গেছে সাধারণ সাজে।

বিজ্ঞাপন

প্রীতম-শেহতাজের হলুদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী হৃদি শেখ, অভিনেত্রী মমতাহীনা টয়া, সাফা কবীর, সংগীতশিল্পী জেফারসহ অনেকে। বৃহস্পতিবার রাতে টয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেছেন।

জানা যায়, বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছিলেন প্রীতম ও শেহতাজ। দুই পরিবারের সম্মতিতেই তাদের চারহাত এক হচ্ছে। বিয়েতে এই দুই পরিবারের ঘনিষ্ঠজনরা ছাড়াও অংশ নিয়েছেন এই জুটির শোবিজের ঘনিষ্ঠ বন্ধুরা।

প্রীতম ও শেহতাজকে একসঙ্গে দেখা গিয়েছিল জাদুকর নামের একটি গানে। ৫ বছর আগে প্রকাশ পায় প্রীতমের গাওয়া ও সুর করা গানটি। এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ছিলেন শেহতাজ।

সারাবাংলা/এজেডএস

প্রীতম হাসান শেহতাজ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর