অবসরপ্রাপ্ত বিচারপতি আফজাল হোসেন
২৭ অক্টোবর ২০২২ ১৭:২৪
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোধ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজটি ৪ নভেম্বর মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ে। এতে একজন অবসরাপ্রাপ্ত বিচারপতি আলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন।
সুদক্ষ আইনজ্ঞ আলমগীরের নিজের বিচারবোধের প্রতি ছিল অগাধ আস্থা। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি তার বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। এক পর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ আর শুরু হয় সত্যের উদঘাটন।
বোধে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক হাসান, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট প্রমুখ। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম পল্টু এবং জাহিন ফারুক আমিন। চিত্রনির্দেশনা করেছেন তুহিন তামিজুল এবং সঙ্গীত নির্দেশনায় ছিলেন আরাফাত মহসীন নিধি। সিরিজটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন।
হইচইয়ে অমিতাভ রেজা চৌধুরীর এটি দ্বিতীয় সিরিজ। এই সিরিজ সম্পর্কে তিনি বলেন, ‘এই সিরিজে যারা কাজ করেছেন তারা সবাই পরীক্ষিত অভিনয়শিল্পী। তারা যে শুধু দারুণ অভিনয়শিল্পী তাইই নয়, তাদের সাথে আমার সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। আমি তাদের নিয়ে কাজ করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের পারফরমেন্স আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমি আশাবাদী যে বোধ সিরিজটি দর্শকদের ভাল লাগবে।’
সারাবাংলা/এজেডএস