লেননের উদ্ধার হওয়া ডায়েরি-চশমা ফেরত মেলেনি
২৭ নভেম্বর ২০১৭ ১০:২৩
বিনোদন ডেস্ক
রক ব্যান্ড বিটলসের গায়ক জন লেননের কয়েকটি ডায়েরি ও চশমাসহ কয়েকশ’ চুরি যাওয়া জিনিস জার্মানির বার্লিন শহর থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়া জিনিসগুলো লেনন এস্টেটকে এখনো ফেরত দিতে পারেনি জার্মানির কর্তৃপক্ষ।
২০০৬ সালে লেননের ব্যক্তিগত বিভিন্ন জিনিসগুলো তার স্ত্রী ওনোর কাছ থেকে চুরি হয়ে যায়। তখন অনেক চেষ্টা করেও এগুলো উদ্ধার করা যায়নি। পরে বার্লিনের একটি নিলামঘরে লেননের বিখ্যাত গোল ফ্রেমের চশমা ও ডায়েরিসহ আরও অনেকগুলো জিনিস পাওয়া গেলে সেগুলো জব্দ করে পুলিশ। এসময় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ওইসব জিনিস চুরির দায়ে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আরেকজন সন্দেহভাজন ব্যক্তি ওনোর কর্মচারী ছিলেন। তাকে এখনও ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরপর নিউইয়র্কের জার্মান কনস্যুলেটে ওনোকে ওইসব চুরি যাওয়া জিনিসের ছবি দেখানো হলে তিনি সেগুলো লেননের ব্যক্তিগত বলে শনাক্ত করেন। এসময় তাকে জানানো হয়, লেননের চুরি যাওয়া অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য অভিযান চলছে।