Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের ‘মায়া’র শুটিং আগামী মার্চে

আহমেদ জামান শিমুল
১৬ অক্টোবর ২০২২ ১৭:৪৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৭:৫২

এ বছর ‘মায়া’ ছবির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান। ছবিটির শুটিং এ বছরে শুরু হবে বলে এতদিন জানালো হলেও পরিচালক হিমেল আশরাফ জানালেন আগামী বছরের মার্চের আগে ছবিটির শুটিং শুরুর সম্ভাবনা নেই।

আমেরিকা থেকে সাম্প্রতিক এক ফোনালাপে সারাবাংলাকে হিমেল বলেন, ‘আমরা ছবিটির চিত্রনাট্যে শেষ মুহূর্তের ঘষামজা করছি। তা শেষ হওয়ার আগে তো শুটিং শুরু করা সম্ভব না। তাছাড়া আনুষঙ্গিক কিছু প্রস্তুতিও আছে। সেগুলোও আমরা শেষ করে আনছি। সবমিলিয়ে আশা করছি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বা মার্চে আমরা শুটিং শুরু করতে পারবো।’

বিজ্ঞাপন

মাঝে খবর বেরিয়েছিল ‘মায়া’ ছবির নায়িকা ও পরিচালক দুটিই পরিবর্তন হবে। তবে হিমেল বলেন, ‘ছবিটির পরিচালক আমিই থাকছি এবং নায়িকা হিসেবে পূজা চেরী চূড়ান্ত। আশা করি বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।’

ছবিটির পুরো শুটিং বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। আবার ছবিটি না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বাজারে থাকা গুঞ্জনও তিনি উড়িয়ে দিলেন এ প্রতিবেদকের কাছে। ‘এটা সরকারি অনুদানের ছবি। এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি নির্মাণ করে জমা দেওয়ার বাধ্যবাধ্কতা রয়েছে। তাই এ নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। এটা কেনো কী কারণে কেউ ছড়াচ্ছে আমি বুজতেছি না।’

যে বাজেট দেওয়া হয়েছে তার সঙ্গে শাকিব নিজেও বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন হিমেল। তিনি বলেন, ‘সরকারি অনুদান আমাদের জন্য বিরাট সাপোর্ট। কিন্তু আমাদের যে গল্প তাতে আরও বিনিয়োগ লাগবে। সেক্ষেত্রে শাকিব ভাইয়ের এসকে ফিল্মস তা করবে বলে আমি জানি।’

‘মায়া’ ছবিটি অনুদানের জন্য মনোনীত হওয়ার পর শাকিব খান জানিয়েছিলেন, তার প্রযোজিত ছবিটি হবে ‘লার্জার দ্যান লাইফ’। অনুদানটা হয়তো বাড়তি সংযোজন হিসেবে কাজ করবে। কিন্তু ছবির বাজেট হবে অনেক বেশি।

বিজ্ঞাপন

শাকিব বলেন, ভিএফএক্স ও সিজির কাজ হবে বিশ্বমানের। বাইরের ছবি দেখে আমাদের মনে হতো কেন আমরা এসবের চেষ্টা করি না, ‘মায়া’ অনেকটা তেমন প্রেক্ষাপট ও আয়োজনের ছবি হবে। গল্পটাকে সঠিক তুলে ধরতে বাজেটে কোনো ছাড় হবে না।

‘এসকে ফিল্মস’ থেকে হিমেল আশরাফ আরও দুটি ছবি নির্মাণের কথা রয়েছে। এগুলো হলো ‘রাজকুমার’ ও ‘প্রিয়তমা’। ছবিগুলোর শুটিংও আগামী বছর হবে বলে জানালেন হিমেল।

সারাবাংলা/এজেডএস

পূজা চেরী মায়া শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর