২০ মিনিটের ব্যবধানে সন্তানের খবর সামনে আনলেন বুবলি-শাকিব
৩০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৪
ঢাকা: বুবলি বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনার পর থেকে শাকিব খান ও তার ছেলে সন্তানের গুঞ্জন সর্বত্র। সে গুঞ্জন স্বীকার না করলেও অস্বীকার করেননি তারা। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমগুলো প্রকাশ করে শাকিব-বুবলির ছেলের নাম শেহজাদ খান। অবশেষে তারা দুজন তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছেন। প্রথমে বুবলি তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে, এর ২০ মিনিট পর শাকিব খান।
দুজন একই স্ট্যাটাস দেন। সেটি হলো, ‘আমরা চেয়েছি একটি শুভ দিন-ক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের (শাকিব খান লিখেছেন আমার এবং বুবলীর) সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
এর আগে জন্মের দীর্ঘ আড়াই বছর পর বীরের কথা কৌশলে জানান দেন বুবলী। শাকিব খানের বড় পুত্র জয়ের জন্মদিনে (২৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বুবলী তার বেবিবাম্পের ছবি পোস্ট করে ছোট খানের খবরটা জানান তিনি।
একই দিন গণমাধ্যমের কাছে বুবলী জানান, ‘আমি মুসলিম। সবকিছুই শালীনভাবে এবং সুন্দরভাবেই হয়েছে।’
জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। দীর্ঘ প্রায় ১ বছর ছিলেন কাজের বাইরে। সন্তান জন্মদানের পর দেশে ফিরে আবার ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। কিন্তু মা হওয়ার খবরটি খুবই সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন এই নায়িকা।
বুবলীর বীরের মাধ্যমে দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন শাকিব খান। অপু বিশ্বাসের ঘরে রয়েছে শাকিবের প্রথম সন্তান জয়।
সারাবাংলা/এজেডএস