Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেবি বাম্প’ নিয়ে বুবলি: কিছু ব্যাপার তো আছেই

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২২ ২০:১৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৭

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) হুট করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলি। ছবির ক্যাপশন থেকে অনুমেয় এটি ২০২০ সালে তিনি আমেরিকা থাকালীন ছবি। এ ছবির রহস্য উন্মোচনে সাংবাদিকরা যখন তাকে খুঁজে পাচ্ছিলো না, তখন জানা যায় তিনি ‘চাদর’ ছবির সেটে রয়েছেন। সেখানে তার মুখোমুখি হয় গণমাধ্যম। তিনি এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাইলেন না।

তিনি শুধু বলেন, আমি এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। আমার প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন দু’টি ভিন্ন বিষয়। তাই আপাতত এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি। দ্রুতই একটি সংবাদ সম্মেলন ডেকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরবো।

বিজ্ঞাপন

‘আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু সুন্দর, শালীনভাবেই হয়েছে।’

বুবলি আরও বলেন, কিছু ব্যাপার তো আছেই। প্রত্যেকটা ঘটনার পিছনেই ঘটনা থাকে। আপনারা দয়া করা এ নিয়ে কোনো অপব্যাখ্যা দেবেন না। আমরা তারকা হলেও আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে।

বুবলি অবশ্য ২০২১ এ আমেরিকা থেকে ফিরেও সাংবাদিকদের বলেছিলেন, সময় হলে তিনি নিজেই জানাবেন। কিন্তু সে জানানোর সময় আজও হয়নি।

সারাবাংলা/এজেডএস

বুবলি বেবি বাম্প সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর