Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানার ওসি নীরব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৮

এক যুগের সিনেমা ক্যারিয়ারে নীরব কখনও ওসি বা পুলিশের চরিত্রে অভিনয় করেননি। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত একটি নাটকে তাকে পুলিশ হিসেবে দেখা গিয়েছিল। বহু বছর পর এবার ওসি হিসেবে তাকে দেখা যাবে। তবে এবার বিজ্ঞাপনচিত্রে।

অনন্য মামুন পরিচালিত নতুন একটি জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞাপনে মডেল হয়েছেন নীরব। এতে তার সঙ্গে আরও আছেন জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, বড়দা মিঠু, ফারুক আহমেদ।

নীরব জানান, বিজ্ঞাপনচিত্রটি পাঁচটি পর্বে নির্মিত হচ্ছে। এর একটি পর্বে দেখা যাবে একটি উদ্ধার অভিযানে যাচ্ছেন স্থানীয় থানার ওসি হিসেবে। যেখানে তার নাম ইন্সপেক্টর রায়হান।

বিজ্ঞাপন

গেল দুদিন ধরে মানিকগঞ্জে শুটিং করছেন তারা। নীরব বলেন, নাটকে যখন পুলিশ হয়েছিলাম তখন ডিএমপির অফিসার দেখানো হয়েছিল। কিন্তু এবার একেবারে স্থানীয় থানার পুলিশ। বেশ উপভোগ করছি কাজটি।