Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভাশিস সিনহার এটাই প্রথম


২৫ এপ্রিল ২০১৮ ১৬:৩৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৭:৫৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সমকালীন নাট্যমঞ্চের তরুণ মেধাবী নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা। নিজ দল মণিপুরি থিয়েটারের জন্য ৩০টির মতো নাটক নির্দেশনা দিয়েছেন। এবার প্রথম নিজ নাট্যদল মণিপুরি থিয়েটারের বাইরে কাজ করছেন তিনি।

‘রুধিররঙ্গিণী’ নামে তার লেখা নাটকটির নির্দেশনা দিচ্ছেন শুভাশিস সিনহা নিজেই। আর এই কাজটি তিনি করছেন ‘হৃৎমঞ্চ’ রেপার্টরি নাট্যদলের জন্য। ‘হৃৎমঞ্চ’ রেপার্টরি নাট্যদল হিসেবে একদমই নতুন।

হৃৎমঞ্চ মানে হৃদয়ের মঞ্চ। নিজের মাটি ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থেকে আন্তর্জাতিক মানের নাটক নির্মাণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে রেপার্টরি নাট্যদলটি।

দলটি তাদের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আনছে নাটক ‘রুধিররঙ্গিণী’। আর সে কাজেই এখন ব্যস্ত শুভাশিস সিনহা। মে মাসের মাঝামাঝিতে নাটকটি মঞ্চে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন প্রজন্মের তিন গুণী অভিনয়শিল্পী অভিনয় করবেন নাটকটিতে। তবে তাদের নাম এখনো প্রকাশ করেননি তারা।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর