Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুরন্ততে ‘দি আগলি ডাকলিং অ্যান্ড মি’ সিনেমার বাংলা প্রিমিয়ার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৭

দুর্ঘটনার কারণে র‌্যাটসো নামের এক ইঁদুর পোল্ট্রি-ইয়ার্ডে এসে পড়ে। একটি হারিয়ে যাওয়া হাঁসের ডিমকে নিজের দাবি করে পোল্ট্রি-ইয়ার্ডে থাকার অনুমতি পায় সে। তাকে সদ্য জন্ম নেওয়া বিকৃত হাঁসের ছানা আগলিকে লালন পালন করতে হবে এবং হয়ে উঠতে হবে আদর্শ বাবা। আগলিকে সমাজে বসবাসের উপযোগী করে তুলতে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। স্কুলে যাওয়া নিয়ে আগলি খুব আগ্রহী হয়ে থাকে। কিন্তু প্রথম দিন স্কুলে অন্য ছানাদের দ্বারা উৎপীড়িত হয়ে সে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ইয়ার্ডে থাকতে হলে থাকা লাগবে স্কুলের শংসাপত্র। ফলে র‌্যাটসো সেখান থেকে পালিয়ে আগলিকে নিয়ে ফান কার্নিভালে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

কার্নিভালে যোগ দেয়া, আগলির বড় হয়ে ওঠা এবং সেই সাথে র‌্যাটসোর বাবা হয়ে ওঠা নিয়ে র‌্যাটসো ও আগলির সংগ্রামের মজার গল্প ‘দি আগলি ডাকলিং অ্যান্ড মি’। দুরন্ত টিভিতে সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে ৯ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১০টায়।

সারাবাংলা/এএসজি

দুরন্ততে ‘দি আগলি ডাকলিং অ্যান্ড মি’ সিনেমার বাংলা প্রিমিয়ার

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর