ফারুকীর পরিচালনায় ডিপজল
৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৭
বাংলা চলচ্চিত্রে যে কয়জন খলনায়ক তার অভিনয়গুণে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম ডিপজল। তিনি এবার খ্যাতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন।
রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেসের মাঠে রোববার সকাল থেকে বিজ্ঞাপনটির শুটিং করেন ডিপজল। তার সহশিল্পী ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির।
ডিপজল বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয় করে বেশ খুশি। তিনি বলেন, ফারুকী খুবই মাই ডিয়ার একজন মানুষ। আমাকে খুব সুন্দর করে কাজটা বুঝিয়ে দিছে। আমার দর্শকরাও বিজ্ঞাপনটা পছন্দ করবে।
ফারুকী বলেন, ডিপজল ভাই যখন দাপটের সঙ্গে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তখন কিন্তু আমাদের চলচ্চিত্রে মেলো ড্রামা, লাউড অ্যাক্টিংয়ের প্রাধান্য। ঠিক ওই সময়ে তিনি খুবই ন্যাচারাল অ্যাক্টিং করেছেন। আজকেও তিনি খুব ন্যাচারলি অ্যাক্টিং করেছেন। আমরা তার সঙ্গে কাজটি করে মজা পেয়েছি।
মোবাইল ব্যাকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের মডেল হয়ে কাজটি করেছেন ডিপজল। খুব শিগগিরই এটি বিভিন্ন চ্যানেলে দেখানো হবে।
সারাবাংলা/এজেডএস