Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর পেলো বাপ্পী-মিতুর ‘জয় বাংলা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১৫:৫৭

মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে কাজী হায়াৎ নির্মাণ করেছেন একই নামে সিনেমা। এতে জুটি হয়ে কাজ করেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

কাজী হায়াৎ বলেন, ‘জয় বাংলা’ সিনেমাটি সেন্সর পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

বাপ্পী চৌধুরী বলেন, মুনতাসির মামুন স্যারের ‘জয়া বাংলা’ উপন্যাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটি পর্দায় উপস্থাপন করছেন কাজী হায়াতের মতো বড় নির্মাতা। তাদের সঙ্গে আমার যুক্ত হওয়ার সৌভাগ্যের মনে করছি নিজের জন্য। আর দর্শকরা আশা করছি ভালো কিছু দেখতে পাবে পর্দায়।’

‘জয় বাংলা’ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন লেখক ও শিক্ষক মুনতাসীর মামুন। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটিতে বাপ্পী-মিতু ছাড়াও অভিনয় করেছেন শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুল প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

কাজী হায়াৎ জয় বাংলা জাহরা মিতু বাপ্পী চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর