Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তার ‘বৈদ্য’ মোশাররফ করিম

আহমেদ জামান শিমুল
২২ আগস্ট ২০২২ ১৮:২৯

নিয়ামূল মুক্তা তার তৃতীয় ছবির ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘বৈদ্য’। যার প্রধান চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। মোশাররফের জন্মদিনে খবরটি জানিয়েছেন মুক্তা।

কবিরাজের সমার্থক শব্দ বৈদ্য। একটা সময় গ্রামীণ জনগোষ্ঠী চিকিৎসার জন্য তাদের উপর নির্ভর করতো। এমন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে মোশাররফকে।

প্রান্তিক মানুষের গল্পটি লিখেছেন মুক্তা নিজে। চিত্রনাট্যও তার। সংলাপ লিখেছেন তিন জন মিলে। ছবিতে মোশাররফের বিপরীতে কারা অভিনয় করবে তা এখনই জানাতে চান না তিনি।

মুক্তা বলেন, ‘মোশাররফ ভাইকে এ ছবির জন্য চুক্তিবদ্ধ করিয়েছি ছয় মাস আগে। আজকে (সোমবার) তার জন্মদিনে ঘোষণাটা দিলাম। আমাদের ইচ্ছে আছে আগামী নভেম্বর, ডিসেম্বরে শুটিং করার। শুটিং হবে চলনবিলের দিকে। আমার ছবিতে গ্রামের মানুষের গল্প আছে। যার বিশাল আকাশসহ গ্রাম লাগবে।’

‘মোশাররফ ভাই দেশের বাইরে আছেন। উনি দেশে আসার পর আরও বিস্তারিত জানাবো।’

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে মুক্তার নিজের সংস্থা চিলেকোঠা ফিল্মস। তবে সহ-প্রযোজকও থাকছে বলে জানালেন।

‘কাঠবিড়ালি’ দিয়ে ২০১৯ এ পরিচালক হিসেবে অভিষেক হয় নিয়ামূল মুক্তার। দ্বিতীয় ছবি ‘রক্তজবা’। যেটি সেন্সর পেরিয়ে বর্তমানে মুক্তি অপেক্ষায় রয়েছে। ছবিটি এ বছর মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানালেন।

সারাবাংলা/এজেডএস

নিয়ামূল মুক্তা বৈদ্য মোশাররফ করিম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর